
শুক্রবার ২৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বরাবরই ডাকাবুকো। প্রকাশ্যে নিজের মত প্রকাশ করতে ভয় পান না। কারোর তোয়াক্কাও করেন না। এবার ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে নিজের মত পোষণ করলেন গৌতম গম্ভীর। পহেলগাঁও ঘটনার পরের দিন সোশ্যাল মিডিয়ায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান টিম ইন্ডিয়ার হেড কোচ। তবে তারপর মেলে খুনের হুমকি। মেইল করে গম্ভীরকে হত্যার হুমকি দেওয়া হয়। তারপর দিল্লি পুলিশের দ্বারস্থ হন। কিন্তু তাতেও গম্ভীরকে থামানো যায়নি। এবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ডাক দিলেন। দ্বিপাক্ষিক সিরিজ অবশ্যই, এমনকী আইসিসি ইভেন্টেও পাকিস্তানের বিরুদ্ধে না খেলার পরামর্শ দেন ভারতের কোচ। গম্ভীর বলেন, 'ব্যক্তিগতভাবে আমি চাই না ভারত-পাকিস্তান ম্যাচ হোক। জঙ্গিহানা এবং সন্ত্রাসবাদ না থামার আগে তো নয়ই। পাকিস্তানের বিরুদ্ধে খেলা উচিত না ভারতের।'
টিম ইন্ডিয়ার হেড কোচ মনে করেন আইসিসি ইভেন্টের পাশাপাশি, এশিয়া কাপেও খেলা উচিত নয় ভারতের। পাকিস্তানের সঙ্গে কোনওরকম সংযোগ চান না তিনি। এই প্রসঙ্গে গম্ভীর বলেন, 'আমরা ওদের বিরুদ্ধে খেলব কিনা সেটা শেষপর্যন্ত কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে। আমি আগেও যেমন বলেছি, কোনও ক্রিকেট ম্যাচ বা বলিউড আমাদের সৈন্যদের প্রাণের থেকে বড় নয়। ম্যাচ হতেই থাকবে, সিনেমাও তৈরি হবে, গায়করাও গান গাইবে, কিন্তু পরিবারের একজনকে হারানোর সঙ্গে কোনও কিছুর তুলনা হয় না।' পরের বছর টি-২০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত এবং শ্রীলঙ্কা। এশিয়া কাপও রয়েছে। এই দুটো টুর্নামেন্টে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকবে। এই প্রসঙ্গে গম্ভীর বলেন, 'এটা আমার ওপর নির্ভর করে না। এটা বিসিসিআই এবং কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভর করে। আমরা পাকিস্তানের সঙ্গে খেলব কিনা সেটা ওরা ঠিক করবে। ওরা যা সিদ্ধান্ত নেবে, আমরা সেটাই করব। এই নিয়ে রাজনীতি করা ঠিক হবে না।' চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলে ভারতীয় দল। আইসিসি, বিসিসিআই এবং পিসিবির চুক্তি অনুযায়ী, ২০২৭ পর্যন্ত সমস্ত ভারত-পাকিস্তান ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার কথা। তবে পাকিস্তানের সঙ্গে কোনও ম্যাচই খেলার পক্ষপাতী নয় গম্ভীর। সম্পূর্ণ বয়কটের ডাক দেন।
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিনশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের
মোদি-দিদির গ্যারান্টির পর এবার টুটু বসুর গ্যারান্টি! মোহনবাগানের ভোটের আগে কীসের কথা বললেন দেবাশিস দত্ত?
মাদ্রিদে অবশেষে অবসান মদ্রিচ যুগের, ১২ বছরের লম্বা কেরিয়ারে ইতি টানতে চলেছেন ক্রোয়েশিয়ান তারকা
'ওকে পাঁচ মিনিটে ঠিক করে দিতাম', ফের বিস্ফোরণ ঘটালেন যোগরাজ, এবার কাকে নিয়ে পড়লেন?
'মায়ান্তির ট্রাউজার কেন পরে আছো?' উথাপ্পাকে প্রশ্ন সানির, ভাইরাল ভিডিও
ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে, ভারতীয় ফুটবল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ভাইচুংয়ের
ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!
আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়
কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?
সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?
নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের